নিজস্ব প্রতিবেদক, ভোলা প্রকাশ।।
বোরহানউদ্দিন বিএনপির স্থানীয় এক প্রভাবশালী পরিবারের অপরাধ চিত্র তুলে ধরায় ভোলা টাইমস্ এর স্টাফ রিপোর্টার মোঃ জুয়েল মাস্টার এর উপর ক্ষিপ্ত হয়ে নেতার লালিত ক্যাডার বাহিনী পরিকল্পিত ভাবে চোখ ও মুখ বেধে শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে আহত করে। পরবর্তীতে গুম করার উদ্দেশ্যে কাঁধে করে নিয়ে যাওয়ার সময় এক পথচারী দেখে ফেলায়, রাস্তার পাশে হাত পা বাধা অবস্থায় তাকে ফেলে চলে যায়। পথচারীরা তাকে অচেতন অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত সাংবাদিক জুয়েল মাস্টার জানান, আশরাফুল ইসলাম ফরিদ মাষ্টারের নেতৃত্বে সাইফুল ইসলাম মোল্লা, ফিরোজ মোল্লা, আশরাফুল ইসলাম মোল্লা, মমিন গাজিসহ আরো ৯-১০ জন এই হামলা অংশগ্রহন করে।
এসময় তার কাছ থেকে ক্যামেরা, মাইক্রোফোন, নগদ টাকা, মোবাইল সহ প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যায়। সন্ত্রাসীরা তার দু’পা ভেঙ্গে দেয় এবং চোখ তুলে ফেলার চেষ্টা করেন। জখম হয় শরীরের বিভিন্ন স্থান। প্রথমে ভোলা সদর হাসপাতালে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা হাসপাতালে চিকিৎসাধীন থাকেন সাংবাদিক জুয়েল মাস্টার। সেখানেও চিকিৎসায় বাধা দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় বাদী হয়ে জুয়েল সাস্টার এর স্ত্রী উপরোক্ত সন্ত্রাসী ও অজ্ঞাত কয়েকজন সহযোগীকে আসামী করে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের চার দিন অতিবাহিত হলেও এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। সাংবাদিক জুয়েল মাস্টারের স্ত্রী আজ বুধবার সন্ধ্যায় ভোলা টাইমস্ পত্রিকার নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
তিনি জানান, আসামীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করছে না। তিনি ও তার পরিবারকে আসামীরা প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তিনি আসামীদের গ্রেফতারে প্রশাসনের কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে ভোলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।