স্বাধীনতায় স্বপ্ন দেখি
—- মোঃ মহিউদ্দিন
স্বাধীনতা এসেছে ভোরের
ঊষার আলোর হাসিতে,
স্বাধীনতা এসেছে সুরের মূর্ছনায়
রাখালিয়ার বাঁশিতে।
স্বাধীনতা আমার ঘুম ভাঙ্গানো
ভোরের ডাকা পাখি যে,
স্বাধীনতা খুঁজে পাই
ছোট শিশুর হাসিতে।
স্বাধীনতা আমার হাসে যেন
পল্লীবঁধুর চুলেতে,
স্বাধীনতা আমার সৌরভ ছড়ায়
বাংলার ফোঁটা ফুলেতে।
স্বাধীনতা আমার বাজে যেন
শিল্পীর গানের সুরেতে,
স্বাধীনতা’র পতাকা উড়ে যেন
নীলাকাশে দূরেতে।
স্বাধীনতা আমার খুঁজে পাই
মধুমাখা মায়ের হাসিতে,
স্বাধীনতা আমার স্বপ্নে দেখা
দেশ উন্নয়নের আশাতে।