স্টাফ রিপোর্টার।।
দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ভোলায় বিশাল বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা আওয়ামী লীগ। আজ রবিবার বেলা ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বাংলা স্কুল মোড় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বিএনপি-জামায়াতসহ দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।