সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলী আজম মুকুল ৩য় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। রবিবার(৭ জানুয়ারি) রাতে ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আরিফুজ্জামান বেসরকারি ফলাফল ঘোষনা করেন।
বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা নিয়ে গঠিত ভোলা-২ আসন। নৌকা প্রতিক নিয়ে আলী আজম মুকুল পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৩২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির(জেপি)বাই-সাইকেল প্রতিকে মো. গজনবী পেয়েছেন ৩ হাজার ১৯১ ভোট। এছাড়াও বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতিকে মো. আসাদুজ্জামান পেয়েছেন ২
হাজার ১ ভোট,তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতিকে শাহেনশাহ মো. সামছুদ্দিন পেয়েছেন ১ হাজার ৩ শত ১৯ ভোট।
সকাল আটটা থেকে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিচ্ছেন নেতাকর্মীরা,সংসদ সদস্য ও মতবিনিময়ে অংশ গ্রহণ করেছেন,সকলের ভালোবাসায় সিক্ত হচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন,এ বিজয় দৌলতখান-বোরহানউদ্দিন জনপদের মানুষের ভালোবাসার বিজয়। এ আসনকে স্মার্ট এলাকা হিসেবে গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে,ভোলা ২ আসনে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে ও জানান তিনি।