সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভোলার জেলায় ১২ তম বারের মতো ও বরিশাল রেঞ্জে ৮ বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির(বিপিএম)কে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
২৯ জানুয়ারি সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদ মাসিক সভা শেষে এ শুভেচ্ছা জানানো হয়েছে।
উল্লেখ্য যে গত রবিবার ২৮শে জানুয়ারী অনুষ্ঠিত ভোলায় পুলিশ লাইন্সে পুলিশের ডিসেম্বর ২০২৩ এর কল্যান সভায় ১০ টি থানার মধ্যে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন শাহীন ফকির।
সভায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল
কালাম,বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান,বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকতা ডাঃ নিরুপম সরকার সোহাগ,বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা,বোরহানউদ্দিন উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মিজানুর রহমান,বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক কর্মকতা নাজমুল হাসান,বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার,দেউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান বাবুল সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।