স্টাফ রিপোর্টার।।
ভোলায় তিন দিন ব্যাপী বাল্য বিবাহ রোধ ও যৌতুক প্রথা বিষয়ক পথনাটক দলের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে সংস্থার প্রধান কার্যালয়ে। সকালে প্রশিক্ষণের উদ্ধোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বক্তব্য রাখেন সংস্থার পরিচালক কর্মসুচি হুমায়ুন কবির, টেকনিক্যাল অফিসার পুস্টিবিদ বাবুল আক্তার ও প্রশিক্ষক আনোয়ার পারভেজ।