মোঃ আরিয়ান আরিফ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলায় জেলা আওয়ামী লীগ উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ( ৫ আগস্ট) ভোলা শহরের বাংলা স্কুল মোড়স্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই দোয়া মোনাজাত
আয়ােজন করা হয়।
দোয়া মোনাজাত উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগের এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ছায়েমসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মুনাজাতে শেখ কামালসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রধানমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মাকসুদুল্লাহ আমেনী।