অনন্ত হাসান মাসুদঃ
ভোলার রাজাপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করেছে জেলা প্রসাসন। সোমবার বিকেলে রাজাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব সহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
ত্রাণ সামগ্রী বিতরণকালে স্থানীয় জনগণ রাজাপুরে একটি বেড়িবাঁধ তৈরীর দাবী তুললে অল্প সময়ের মধ্যে বেড়িবাঁধ তৈরী করার আশ্বাস দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ।।