ভোলা প্রতিনিধি ||ভোলা প্রকাশ।।
ভোলার শহরতলী বাপ্তা ইউনিয়নের উত্তর পশ্চিম চরনোয়াবাদ এলাকার ৯ নং ওয়ার্ডে মঙ্গলবার একই এলাকার মাহবুব (৫০), সাইফুল (৩০), মন্নান (৬০), মহসিন (৪০) সহ ১০-১২ জনের একদল দুর্বৃত্ত হাজী মোসলেউদ্দিন মানিকের স্ত্রী নুরুন্নাহারের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক শতাধিক গাছ কেটে নিয়ে যায়।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় গত ৩০ নভেম্বর একটি লিখিত অভিযোগ দায়ের করেন জমির মালিক নুরুননাহার। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধীয় ৬০ শতাংশ জমির প্রায় শতাধিক গাছ কেটে নিয়ে যায় প্রতিপক্ষের মাহাবুব ও সাইফুর গং। জমির মালিক নুরুন্নাহার এই ঘটনা জেনে ঢাকা থেকে ভোলায় আসে এবং ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে নেওয়ার দৃশ্য দেখতে পায়।
দুর্বৃত্তরা ২৭ ও ২৮ নভেম্বর মাসে গাছ কেটে নিয়ে সেখানে বালু মহালদার খালেক মিয়ার পুত্র ইব্রাহিমের নিকট ভাড়া দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে। কেটে নেওয়া গাছগুলোর মধ্যে ৬০টি সুপারি গাছ, ১০ থেকে ১৫ টি বড় মেহগনি গাছ, দুইটি রেন্টি গাছ, ৩৫ ফুট লম্বা একটি তালগাছ, ৩টি নারিকেল গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা।
জমির মালিক নুরুন্নাহার লিখিত অভিযোগে জানায়, তার বাবা আক্তার মাহমুদ ৬৪ বছর আগে এই জমিতে তালগাছ নারিকেল গাছ সহ বিভিন্ন প্রজাতের গাছ রোপন করেন। দীর্ঘ বেশ কয়েক বছর আগে আমার পিতা ও মাতার মৃত্যুর পর তাদের দাফন সম্পন্ন করা হয় এই জমিতে। যার বাধাইকৃত কবরস্থান এখনো বিদ্যমান রয়েছে। জমি জবরদখলের চেষ্টায় প্রতিপক্ষের সাদেক মাস্টার ও মন্তাজ উদ্দিনের নামে একটি সাইনবোর্ড স্থাপন করেছে। কিন্তু স্থানীয় লোকজন জানায়, এই সাইনবোর্ডটি জমির পিছনে পুকুর পাড়ে ছিল গাছ কাটার দিন সাইনবোর্ডটি জমিনের সামনে স্থাপন করা হয়েছে।
নুরুন্নাহার সাংবাদিকদের আরো জানায়, রাতের আঁধারে মাহাবুব গং’রা জোরপূর্বক বসত ঘর উত্তোলন করার পরিকল্পনা করছে।
এ ব্যাপারে বাপ্তা ইউপি চেয়ারম্যান কার্যালয়ে মামলা করলে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একাধিকবার সালিসী বৈঠক ও জমি হিসাব নিকাশ করা হয়। যার রায় প্রকাশ করা হয়। ওই রায়ের সিদ্ধান্ত উপেক্ষা করে মাহাবুবগং জমি দখলের চেষ্টায় গাছ কেটে নিয়ে যায়। এই ঘটনায় ভোলা সদর মডেল থানার এস আই জাফর ইকবাল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার ঘটনাটি সত্যতা পেয়েছেন বলে তিনি জানিয়েছেন।
স্থানীয়রা জানায় এই জমি দীর্ঘ কয়েক বছর হুমায়ুন মোল্লা গং বোগদখল করে আসছেন। সম্প্রতি মাহবুব ও সাইফুল গং এ জমি পাওনা দাবি করে গাছ কেটে নিয়েছেন বলে তারা সাংবাদিকদের জানায়। বিরোধীয় ভূমি ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ মৌজায় অবস্থিত। যার তজি নং ৩০, জে এল নং ৫৯। খতিয়ান নং ১০৬-১০৭, দাগ নং ৫৭৬, ৫৭৭, ৫৮১, ৫৮২, ৫৮৩। উল্লেখ্য যে ওই মৌজায় মোট জমির পরিমান ৭৮.৯০ শতাংশ। বিষয়টি মীমাংসার জন্য অভিযোগকারী নুরুন্নাহার স্থানীয় প্রশাসন সহ বাপ্তা ইউ পি চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন।
জমি পাওনা দাবি করে প্রতিপক্ষের মাহাবুব গং’রা জানায়, ক্রয় সূত্রে এই জমির মালিক আমরা তাই আমরা আমাদের জমিনের গাছ কেটেছি। তারা যে অভিযোগ করেছে অহেতুক।