স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশ ।।
ভোলায় নতুন শিক্ষাবর্ষের বিপুল পরিমাণ নতুন বই উদ্ধার করেছে পুলিশ। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। উদ্ধার হওয়া বই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রাথমিকের বিভিন্ন শ্রেণির বলে নিশ্চিত করেন ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল।
আজ শনিবার ভোরের দিকে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফিরোজের ভাঙ্গারি দোকানের গোডাউন থেকে ওই বই উদ্ধার করেন পুলিশ।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ওই গোডাউন থেকে প্রায় ১ হাজার পিস নতুন বই উদ্ধার করি। উদ্ধার হওয়া বইগুলো ২০২৪ শিক্ষাবর্ষের। তবে এর সাথে জড়িতরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া কাউকে আটক করা যায়নি।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া বইগুলো ভোলার কোন উপজেলার মাদ্রাসা থেকে চুরি হয়েছে কিনা আমরা জেলার সবগুলো থানায় খোঁজ খবর নিচ্ছি। এছাড়াও বিষয়টি গভীরভাবে আমরা তদন্ত করে যাচ্ছি। এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।