সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বর্ণাঢ্য আয়োজন,উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ভোলায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল আজ সকাল ৮টায় ভোলা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ভোলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা সরকারি স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এছাড়া ও এবারের শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপন স্থান পেয়েছে।
শোভাযাত্রা শেষে ভোলা সরকারি স্কুল মাঠে ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রথমই জাতীয় সঙ্গীত এর মাধ্যমে কর্মসূচীর শুভ সূচনা হয়।পরে অনুষ্ঠিত হয় বৈশাখের গান এসো হে বৈশাখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।
বিশেষ অতিথির বক্তব্য ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম বলেন,পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির প্রধান উৎসব। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা পহেলা বৈশাখ পালন করি। এটি আমাদের প্রাণের উৎসব।
এসময় তিনি পহেলা বৈশাখের সূচনা ও পটভূমি সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।
সভাপতির বক্তব্য ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান বলেন,পহেলা বৈশাখ বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্য বহন করে,আজকে বর্ষবরণ অনুষ্ঠানে সকল ধর্মের মানুষ সমবেত হয়েছে। বিগত দিনের দুঃখ, কষ্ট, বেদনা সব কিছু ভুলে গিয়ে আজ আমরা নতুন বছরকে বরণ করে নেবো।
এসময় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন,সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনের
পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক তামীম আল-ইয়ামিন,অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন,অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সরকার,ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান,ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল,ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আবু সাইদ,ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া,ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান প্রমুখ।
এসময় বাঙালির ঐতিহ্য পান্তা সহ দেশীয় খাদ্য পরিবেশন করা হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।