মোঃ হাসনাইন আহমেদ , ভোলা প্রকাশ।।
ভোলায় উদ্বোধন হলো আধুনিক তৈরী পোশাকের অনন্য প্রতিষ্ঠান এলিট গ্রান্ড শপিং মল।
উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্যদিয়ে সোমবার (৪ ডিসেম্বর) বিকালে শহরের সদর রোডস্থ নবারুন সেন্টার বিপরীত পাশে মনোরম পরিবেশে অবস্থিত এ শপিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয়।
কেক কেটে প্রতিষ্ঠানটির শুভ সুচনা করেন ভোলা পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন ও পৌর ৬ নং কাউন্সিলর মইনুল হোসেন শামিম।
উদ্বোধনের আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আধুনিক ও রুচিসম্মত তৈরী পোশাকের অনন্য এ প্রতিষ্ঠান দ্বীপজেলা ভোলায় এটি ৭ম শাখা।
এ সসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মামুন চৌধূরী, জিএম জহিরুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার রাশেদুল আলম, ঘর মালিক মানুন মিয়া, ব্যবস্থাপক মোঃ ফয়সাল।
উদ্বোধনের প্রথমদিন থেকেই দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভীড়।
কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্রেতাদের পছন্দের আকর্ষনীয় বাহারি রংয়ের সব ধরনের পোশাক সুলভ মূল্যে বিক্রি হবে এ শপিং কমপ্লেক্সে। ক্রেতাদের রুচির কথা বিবেচনা করে সার্ট, প্যান্ট, টি-সার্ট, পাঞ্জাবী ও শীতের পোশাকসহ সব ধরনের পোশাকের সমারোহ রয়েছে এখানে। যা পাওয়া যাবে ৯৯ টা থেকে ৯৯৯ টাকার মধ্যে।