সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে ভোলা সদর মডেল থানা পুলিশের আয়োজনে সাংস্কৃতিক সন্ধা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ভোলা সদর মডেল থানা কমপ্লেক্সে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ ও আগত অতিথিবৃন্দের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।
প্রধান অতিথির বক্তব্য এসপি মাহিদুজ্জামান বিপিএম প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ভাষার আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
পরে তিনি মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।এসপি মাহিদুজ্জামান বিপিএম বলেন,বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুলাহ আল মামুন মহোদয়,বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান বিপিএম পিপিএম মহোদয়ের নির্দেশে ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের কার্যক্রম কঠোর ভাবে মনিটরিং হচ্ছে সাথে সাথে তাদের সুস্থ বিনোদনের জন্য আজকের এ আয়োজন।
এসময় তিনি বলেন,সামাজিক অবক্ষয়,মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে থাকতে হলে সাংস্কৃতিক অঙ্গনের বিকল্প কিছুই নেই,
এসময় তিনি এত সুন্দর মনোমুগ্ধকর আয়োজনের জন্য ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়াকে ধন্যবাদ জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন চ্যানেল আই সেরা ২০১৪ এ পুরস্কার প্রাপ্ত শিল্পী মেরি এবং ঢাকা ও বরিশাল থেকে আগত শিল্পীগন।
ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া সাংবাদিকদের বলেন,পুলিশ সদস্যরা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জনগণের জানমালের নিরাপত্তায় দিনরাত ২৪ ঘন্টা দেশের কল্যাণে ও ক্রান্তি কালে সরকারি মহান দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ থাকে। কর্মক্ষেত্রে তাঁদের কর্মতৎপরতা, মনোবল বৃদ্ধি ও কাজে উৎসাহ প্রদান করার লক্ষ্যে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়ের নির্দেশে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলে জানান ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া।
এসময় ভোলা জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান,ভোলা জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরীফ মোহাম্মদ সানাউল হক,ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার সহ ভোলা জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।