অনন্ত হাসান মাসুদ :
ভোলা সদর উপজেলার ১০ নং ভেলুমিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকাল আনুমানিক ১১ টার দিকে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় পন্যের গায়ে এমআরপি না থাকায় সাথী মেডিকেল হল নামক ঔষধ ব্যাবসায়ীকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ভাই ভাই স্টোরে একাদিক্রমে পন্যে বাংলাদেশি মূল্য না থাকায় ব্যাবসায়ী মোস্তাফিজুর রহমান (শিকু) কে ২,০০০ টাকা জরিমানা করা হয় ,শ্যামল হোমিও ফার্মেসি তে এমআরপি না থাকায় এবং অবৈধ যৌন চেতনাদানকারী ঔষধ বিক্রি করায় ১০০০ টাকা জরিমানা করা হয় ।
অভিযান পরিচালনা শেষে পবিত্র মাহে রমজান কে সামনে রেখে সর্বসময়ে এই অভিযান চলমান থাকার কথা জানান ভোক্তা অধিকার কর্মকর্তা।
অনন্ত হাসান মাসুদ