বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ৬ নং ওয়ার্ড থেকে মামলার আসামী ও এলাকায় চোর চক্রের প্রধান শান্ত ওরফে সাধুকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তার খালা বাড়ির ঘরের পাটাতনের উপর ঘুমন্ত অবস্থায় তাকে আটক করা হয়। মামলার আসামী আটক শান্ত ওরফে সাধু পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের মোশারেফ ওরফে মসুর ছেলে। একই এলাকার আবু তাহের চুন্নুর বাসার ছাদ থেকে বুধবার রাতে ২২ বস্তা সুকনা সুপারী চুরি করেন শান্ত ওরফে সাধুসহ চোর চক্র। এঘটনায় ভুক্তভোগী আবু তাহের চুন্নু বাদী হয়ে বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন থানায় একটি মামলা করেন। যাহার নং -০৭। তারিখ- ০৮-১২-২২ইং। মামলার ১ ঘন্টা পর শান্ত ওরফে সাধুর বাসার খাটের নিচ থেকে চুরি হওয়া ১১ বস্তা সুকনা সুপারী উদ্ধার করে এসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স। পরে শনিবার সকালে অভিযান চালিয়ে শান্ত ওরফে সাধুকে আটক করে পুলিশ। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, মামলার আসামী চোর শান্ত ওরফে সাধুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মোট দুটি চুরির মামলা রয়েছে। তদন্তকরে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্যঃ শান্ত ওরফে সাধুর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় আগেও চুরির মামলা হয়েছে। এলাকায় চুরি করা তার পেশা ও নেসা।