বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলায় পুলিশের উপর হামলার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোটরসাইকেল শোডাউন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ আলাউদ্দিন সরদার। মোঙ্গলবার বিকালে চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের নেতৃত্বে বোরহানগঞ্জ বাজার হয়ে পৌরবাজার এলাকায় হাজারো নেতাকর্মী মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় চেয়ারম্যান আলাউদ্দিন সরদার বলেন, ভোলায় পূর্ব পরিকল্পিত ভাবে পুলিশের উপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা। কোন ষড়যন্ত্রকারীদের ছার দেওয়া হবে না। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করা হবে।
প্রতিবাদ সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ ভোলায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্য সংঘষ হয়। এতে পুলিশের গুলিতে ঘটনাস্থলে একজন নিহত হয়। পুলিশসহ প্রায় ৫০ জন আহত হয়। এঘটনায় বিএনপি ও পুলিশ পাল্টাপাল্টি সংবাদ সম্মেল করেছে। মামলা করেছে পুলিশ।