স্টাফ রিপোর্টার।।
ভোলার তজুমদ্দিনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজার মনিটরিং ও বিপনী বিতান পরিদর্শন করেন পুলিশের একটি টিম। রবিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজার মনিটরিং ও দ্রব্যমূল্যে সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন এবং বিপনি বিতান পরিদর্শন করেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ পরিদর্শনকালে তিনি ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন। তিনি বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ঈদ উপলক্ষে কোন হয়রানির বা অতিরিক্ত দামে পণ্য বিক্রয় সংক্রান্ত কোন অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।