শিরোনাম
সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা  আলহাজ্ব হাফিজ ইব্রাহিম গোল্ডকাপ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মাফরুজা সুলতানা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ পালিত বোরহানউদ্দিনে অসহায়-দুস্থদের ঘরে কম্বল পৌছে দিলেন বিএনপির আহবায়ক মাফরোজা সুলতানা আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে আগামীর ভোলা হবে উন্নয়নের নগরী- বিজেপি দেশের কৃষকদের ন্যায্য অধিকার আদায় ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষক দলের সৃষ্টি:মাফরুজা সুলতানা  বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন রাইসুল সভাপতি ও কায়েদ সম্পাদক  তজুমদ্দিনে যথাযােগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

জমকালো আয়োজনের মধ্য দিয়ে “দৈনিক ভোলা টাইমস” এর প্রতিনিধি সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

NEWS ROOM / ৮৪ বার ভিউ
আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

মোঃ হাসনাইন আহমেদ।, ভোলা প্রকাশ।।

জমকালো নানা মুখী আয়োজনের মধ্য দিয়ে “দৈনিক ভোলা টাইমস” পত্রিকার প্রতিনিধি সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে । সকল উপজেলা প্রতিনিধিরা প্রথম ধাপে এসে সম্মেলনে উপস্থিত হতে থাকেন। সকাল থেকে দৈনিক ভোলা টাইমস পত্রিকার কার্যালয়ের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ জুলাই) ভোলা জেলার জনপ্রিয় এই পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে মনমুগ্ধকর সব আয়োজন । সকালের প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব আলোচনা সভার মাধ্য দিয়ে শুরু হয় প্রতিনিধি সম্মেলনের মূল কার্যক্রম ।

সম্মেলনের শুরু হয় পরিচয় পর্ব এর মধ্যে দিয়ে। এরপর শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন দৈনিক ভোলা টাইমস এর সম্পাদক শাকেরা শারমিন। প্রতিনিধিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন দৈনিক ভোলা টাইমস এর প্রকাশক মোহাম্মদ আলী জিন্নাহ (রাজিব)। এই প্রতিনিধি সম্মেলনে তিনি আরো বলেন, আমাদের দৈনিক ভোলা টাইমস পত্রিকায় অবহেলিত জনপদের খবর বস্তুু নিষ্ঠতার সাথে তুলে ধরে। নানা পত্রিকা ও সংবাদ মাধ্যমের ভিড়ে সৎ, নিষ্ঠাবান সাংবাদিকতার জন্য সকল জেলা-উপজেলার সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় সকলকে শুভেচ্ছা জানিয়ে তথ্য ও নির্দেশনামূলক শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ভোলা টাইমস এর বার্তা সম্পাদক আশিকুর রহমান শান্ত।

প্রতিনিধি সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার সিনিয়র সাংবাদিক সমষ্টি এর পরিচালক ও চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান, জি এইচ এ আই এর কমিউনিকেশন ম্যানেজার সর‌ওয়ার আলম, সমষ্টি এর পরিচালক রেজাউল হক, ভোলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক ভোলা টাইমস এর সম্পাদক মন্ডলির সভাপতি সামস্ উল আলম মিঠু, মানবিকতা অনন্য উদাহরণ ডাক্তার শরীফ আহম্মেদ। ঢাকার সিনিয়র সাংবাদিক ও দৈনিক ভোলা টাইমস এর ঢাকার বিশেষ প্রতিনিধি রিমি সরদার।

দৈনিক ভোলা টাইমস এর নির্বাহী সম্পাদক তুহিন খন্দকার এর সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক দৈনিক ভোলা টাইমস এর সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মোকাম্মেল হক মিলন, দৈনিক দিনকাল এর জেলা প্রতিনিধি মিজানুর রহমান, বিয়ে বাজারের স্বত্বাধিকারী ও মানবতার দেয়াল “বিবার” পরিচালক মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ সহ ভোলার স্বনামধন্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

ঢাকার সিনিয়র সাংবাদিক সমষ্টি এর পরিচালক ও চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান বলেন, সংবাদ পত্র সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে সকলকে আন্তরিক হতে হবে। সময়োপযোগী সংবাদ যে কোনো এলাকার দৃশ্যপট পাল্টে দিতে পারে। তাই দেশের উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। সততা ও ন্যায় নিষ্ঠতার সাথে সংবাদ মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই মূল্য লক্ষ্য থাকা উচিত। কারো ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কাজ করা কোন পত্রিকার সাংবাদিকদের কাছে জনগন আশা করে না। জনগনের প্রত্যাশা পূরন করা জন্য ও তাদের কথা বলার জন্যই দৈনিক ভোলা টাইমস পত্রিকা কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জি এইচ এ আই এর কমিউনিকেশন ম্যানেজার সর‌ওয়ার আলম বলেন, দৈনিক ভোলা টাইমস জেগে আছে, জেগে থাকবে। এই পত্রিকার প্রতি আমাদের সবার অন্যরকম দরদ আছে। আমাদের রাজিব পত্রিকার প্রকাশনার প্রতি অনেক যত্নশীল । প্রথম অবস্থায় বিভিন্ন প্রতিবন্ধকতা মাড়িয়ে এখনো চালিয়ে যাচ্ছে। শুভ কামনা রইলো দৈনিক ভোলা টাইমস এর জন্য।

ঢাকার সিনিয়র সাংবাদিক ও দৈনিক ভোলা টাইমস এর ঢাকার বিশেষ প্রতিনিধি রিমি সরদার তার বক্তব্যে বলেন, স্বাধীনতার স্বপক্ষের এই পত্রিকাকে বিভিন্ন সময় দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই পত্রিকা নব উদ্যোমে আরো বেশি করে শুরু করে। এ যাত্রায় করোনাসহ বিভিন্ন কারণে কিছুটা ঝিমিয়ে পড়লেও এখন পুরোদমে চলছে দৈনিক ভোলা টাইমস। তিনি আরো বলেন, অপশক্তিকে রুখে দাঁড়ানোর মধ্যে দিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দৈনিক ভোলা টাইমস পত্রিকা সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।পত্রিকার সম্পাদকীয় মান, প্রিন্টের গুনগত মান ঠিক রেখে নতুন পাঠকদের জন্য আরও নতুনত্ব নিয়ে আসবে ইনশাআল্লাহ।

সিনিয়র সাংবাদিক ও দৈনিক ভোলা টাইমস এর সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মোকাম্মেল হক মিলন তার বক্তব্যে বলেন, আজকের এই প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে দৈনিক ভোলা টাইমস আরো সুন্দর ভাবে নবযাত্রা শুরু করেছে । আমরা বিশ্বাস করতে চাই এ পত্রিকা নতুন উচ্চতায় পৌঁছাবে। এ সময় তিনি দৈনিক ভোলা টাইমস প্রতিনিধি সম্মেলন প্রতি বছর নিয়মিতভাবে আয়োজনের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক ভোলা টাইমস এর সম্পাদক মন্ডলির সভাপতি সামস্ উল আলম মিঠু তার বক্তব্যে বলেন, দৈনিক ভোলা টাইমস গণতন্ত্র, নিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এটাই দৈনিক ভোলা টাইমস এর মূল শক্তি। একজন সম্পাদক কখনো একা তার পত্রিকাকে এগিয়ে নিতে পারেনা। তৃণমূল পর্যায়ের গণমাধ্যম কর্মীদের নিয়েই সফলতা আসে। যেমনটি দৈনিক ভোলা টাইমস এর এসেছে। সময়ের সাথে সাথে দেশ এগিয়ে যাচ্ছে। একইভাবে এগিয়ে যাচ্ছে গণমাধ্যম। যদিও বর্তমানে গণমাধ্যমের অনেক চ্যালেঞ্জ রয়েছে তারপরেও তৃণমূল গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করে গণমাধ্যমকে এগিয়ে নিতে হবে। তাই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।

আলোচনা সভা শেষে অতিথি সহ সকল প্রতিনিধিদের মধ্যে নতুন আইডি কার্ড, নিয়োগ পত্র ও উপহার সামগ্রী ও প্রতিনিধি সম্মেলন-২০২৩ এর সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। উল্লেখ্য দৈনিক ভোলা টাইমস পত্রিকার বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড অর্জন করেন দৈনিক ভোলা টাইমস এর লালমোহন উপজেলা ব্যুর চীফ হাসান পিন্টু ও বিশেষ প্রতিবেদন অ্যাওয়ার্ড অর্জন করেন দৈনিক ভোলা টাইমস এর বাতা সম্পাদক আশিকুর রহমান শান্ত। সকাল থেকেই নানান মুখী আয়োজনের মধ্য দিয়ে বিকেল আনুমানিক ৬ টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে প্রতিনিধি সম্মেলনের ।

প্রতিনিধিদের মধ্যে ছিলেন- দৈনিক ভোলা টাইমস এর সিনিয়র স্টাফ রিপোর্টার এ সি ডি অর্জুন , সিনিয়র স্টাফ রিপোর্টর ইকবাল হোসেন রাজু, দৌলতখান ব্যুরো চীফ জামাল উদ্দিন, বোরহানউদ্দিন ব্যুরো চীফ এইচ এম এরশাদ, লালমোহন ব্যুরো চীফ হাসান পিন্টু, চরফ্যাশন ব্যুরো চীফ এইচ এম নোমান, মনপুরা ব্যুরো চীফ আওলাদ মাতাব্বর , স্টাফ রিপোর্টার ইউসুফ হোসেন নিরব, স্টাফ রিপোর্টর সোহলে রানা, স্টাফ রিপোর্টার মোঃ ছানাউল্লাহ তারেক, স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ, স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার মফিজুল হক, স্টাফ রিপোর্টার জুয়েল মাস্টার, জুনিয়র স্টাফ রিপোর্টার বাবুল রানা, এইচ এম ইমাম হোসেন দৌলতখান প্রতিনিধি, আশিকুর রহমান বোরহানউদ্দিন প্রতিনিধি, লালমোহন প্রতিনিধি মুবিন নুর মনির , তজুমদ্দিন প্রতিনিধি মেহেদি হাসান মামুন, চরফ্যাশন প্রতিনিধি আরিফ হোসেন, মনপুরা প্রতিনিধি সজিব উদ্দিন, শহর প্রতিনিধি অনন্ত হাসান মাসুদ, রাজাপুর প্রতিনিধি মনির হোসেন, ভেদুরিয়া প্রতিনিধি মোঃ জুয়েল , বিশেষ প্রতিনিধি ইমরান হোসেন, ভোলা সদর প্রতিনিধি সোহেল তাজ, বার্তা ইনচার্জ আফনান মাসুদ সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি