অনন্ত হাসান মাসুদঃ
অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শেখ কামাল যুব গেমস অনুষ্ঠিত হয়েছে । ৪ই জানুয়ারি বুধবার জেলা সরকারি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদুল হক বাহালুল, জেলা ক্রিয়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম গোলদার সহ অন্যান্য অতিথি বৃন্দ ।
অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল- ইয়ামিন এর সভাপতিত্বে জেলা ক্রিয়া সংস্থার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন। সমাজ কে মাদক মুক্ত করতে ক্রিয়ার কোনো বিকল্প নেই ।
অনুষ্ঠানে মাদক কে না বলে খেলা দুলার প্রতি মনোযোগ বাড়ানোর আহবান জানান অতিথি বৃন্দ ।
এ বিষয়ে জেলা প্রশাসক আরো বলেন, খেলা দুলার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারলে সমাজ কে সুসংগঠিত করা সম্ভব।