মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের মেঘনা নদীতে জাল ফেলার সময় প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার খবর পাওয়া গেছে জেলে মোঃ সোহাগ,শহীদ সহ বেশ কয়েকজনের জেলের।
সোমবার ৯ (ডিসেম্বর) রাত ৩ টায় বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর হাকিমুদ্দিন লঞ্চঘাট থেকে ৮কিঃমিঃ দূরে মেঘনা নদীর মধ্যে এই ঘটনা ঘটে বলে জানান অভিযোগকারীরা।
হাসাননগর ইউনিয়নের জেলে শহীদ(৩৫) সাংবাদিকদের অভিযোগ করে বলেন,সোমবার আমি ও আমার ৩ ভাই আমাদের নিজস্ব ৪টি নৌকা নিয়ে রাত আনুমানিক ৩টায় মেঘনা নদীতে মাছ ধরতে যাই। পরবর্তীতে লোকমানের জালের সাথে আমাদের জালবাজা কে কেন্দ্র করে সুমন ও তার সঙ্গীরা এসে আমাদের কে পিটিয়ে জখম করে। পরে তারা দেশীয় অস্ত্র দেখিয়ে আমাদের চার ভাইয়ের চারটি ট্রলার রেখে দেয়। এছাড়া আমাদের সাথে থাকা মাছ বিক্রির ৭০হাজার টাকা জেলেদের ব্যবহৃত ১০টি স্মার্ট ফোন ও ৩টি বাটন ফোন ছিনাইয়া নেয়। পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে নদীতে থাকা আশেপাশের জেলেরা এসে আমাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে।
এই সময় সোহাগ নামে এক জেলের আহত হওয়ার খবর পাওয়া গেছে,তিনি বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আহত সোহাগের ভাই মোঃ শহিদ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে