ভোলা জেলা বোরহানউদ্দিন প্রতিনিধি ঃ
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মৃত ও অবসর প্রাপ্ত মাধ্যমিক শিক্ষক পরিবারের মাঝে বিশেষ অনুদান প্রদান করা হয়েছে । শনিবার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে কেন্দ্রিয় বিএনপির নির্বাহি কমিটির সদস্য ও ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬ টি শিক্ষক পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন । হাফিজ ইব্রাহির তার বক্তব্যে বলেন, ভবিষ্যতে দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে সকল শিক্ষকদের যুক্তি সংগত দাবীগুলো মেনে নেয়া হবে। সমিতির সভাপতি মোঃ বশির আহাম্মদের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় শিক্ষানুরাগীরা বক্তব্য প্রদান করেন ।
এ সময় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।