মোঃ সাইফুল ইসলাম আকাশ ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত ৯ জনের পরিবারকে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের তত্ত্বাবধানে উপজেলা বিএনপির আহবায়ক মাহফুজা সুলতানা নিহতদের পরিবারের সদস্যসদের হাতে এ অনুদান প্রদান করেন। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের ব্যক্তিগত বাসভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উপজেলার বড় মানিকা ইউনিয়নের নিহত নাহিদুল ইসলাম,সাচড়া ইউনিয়নের নিহত মোঃ সুজন,একই ইউনিয়নের নিহত লিজা বেগম,দেউলা ইউনিয়নের নিহত ইয়াসিন,সাচড়া ইউনিয়নের নিহত জাকির,দেউলা ইউনিয়নের নিহত জামাল, সোহেল,টগবি ইউনিয়নের নিহত নয়ন এবং কুতুবা ইউনিয়নের নিহত দীপ্ত দে এর পরিবারের সাথে মতবিনিময় শেষে তাদের হাতে এ অনুদানের অর্থ প্রদান করেন তিনি এবং ৯ টি পরিবারের যাবতীয় দায়িত্ব নেওয়ার আশ্বাসও প্রদান করেন তিনি। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা বলেন বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রসমাজ। তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত হলো বাংলাদেশ। যে স্বৈরশাসক মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও স্বাধীনভাবে চলার অধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশের জনগণকে শাসনের নামে শোষণ করে আসছিল। কিন্তু আমাদের ছাত্র-জনতার আন্দোলনের রোষানলে পড়ে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তিনি বলেন, যে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটল সে অভ্যুত্থান সফল হয়েছে অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে। বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে অনেকেই নিহত হয়েছেন। আহতের সংখ্যাও অগণিত। এ সময় তিনি আরো বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সরকার ক্ষমতায় আসলে আইনী প্রক্রিয়ার মধ্যমে এ হতাহতের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এবং এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্বীকৃতি প্রদান করা হবে। যারা এ আন্দোলনে অংশ নিয়ে স্বৈরাচারমুক্ত করেছে তাদেরকে সাথে নিয়েই নতুন এক উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আজম,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল আলম নাসিম গাজী সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।