এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি।
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক পানিসম্পদ,পাট ও বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএসপি) বর্তমান ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম কে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় ভোলা জেলার তজুমদ্দিনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে তজুমদ্দিনের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে মেজর শশীগঞ্জ মধ্যবাজার গিয়ে শেষ হয়।
এ সম্পর্কে জানতে চাইলে মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে । এই বিষয়টি আমাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে জানিয়েছেন।
এসময় আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন তজুমদ্দিন উপজেলার বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টুসহ বিএনপির নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য যে, ১৬ আগষ্ট শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।