ভোলার তেঁতুলিয়া নদীতে ভেসে ওঠা ইলিশ ধরতে গিয়ে কৃষ্ণচূড়া নামে একটি ফেরির লস্কর আমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনার পর থেকে তাকে উদ্ধারে কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে। বিকাল ৫টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। এদিকে চার মাস আগে বিয়ে করা স্ত্রী, মা ও বাবা শামিম মিয়া খবর পেয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার বাড়ি থেকে ছুটে আসেন ভোলার ভেদুরিয়া ঘাটে। ফেরিরে ম্যানেজার কাওসার আহমেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটি ভেদুরিয়া ঘাট থেকে বাস, ট্রাকসহ যানবাহন লোড দিয়ে বরিশালের লাহারহাট ঘাটের উদ্দেশে ছাড়ার সময় লস্কর আমিনুল একটি ইলিশ মাছ ফেরির পাশ দিয়ে ভেসে যেতে দেখে সেটি তুলতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যান।