সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে চতুর্থ বারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নূরুন্নবী চৌধুরী শাওন এমপি নির্বাচিত হওয়ায় নাগরিক সংবর্ধনার আয়োজন করেছেন তজুমদ্দিন উপজেলা পরিষদ।
রবিবার (১০ মার্চ) বিকালে তজুমদ্দিন উপজেলার ডাক বাংলো মাঠে উপজেলার নাগরিকগন এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে এ সংবর্ধনা প্রদান করেন। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান স্বাধীনতা কনসার্ট এর আয়োজন করা হয়।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তজুমদ্দিন ও লালমোহনের লাখো মানুষ এর উপস্থিতি লক্ষ্য করা যায়।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে বাংলাদেশ এখন নিরাপদ। তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের সেবা ও কল্যাণে কাজ করে যাব।
তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী
অফিসার শুভ দেবনাথ, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভোলা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিউল্লাহ, লালমোহন উপজেলা আওয়ামিলীগ উপদেষ্টা ফারজানা চৌধুরী রত্না,ভোলা জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান,চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান মিশু,শম্ভুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আলোচিত শিল্পী তাসরিফ খান,পারতিক হাসান,আরমান আলিফ,কোরনিয়া,রেশমি সহ ঢাকার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীগন।