আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ভোলা জেলার ৪টি আসনে বিভিন্ন জেলায় মোট মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ২৮ জন। এর মধ্যে দলীয় ও স্বতন্ত্র পদে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এর মধ্যে ভোলা-১ সদর আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪ জন। তারা হলেন, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি (নৌকা), মোঃ শাজাহান জাতীয় পার্টি, মোঃ ছিদ্দিকুর রহমান (জাসদ) ও মোঃ মীজানুর রহমান (স্বতন্ত্র)। এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ৪ জন। এরা হলেন, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান হিরন, সাবেক ছাত্র নেতা জেলা আওয়ামী’ লীগ সদস্য হেমায়েত উদ্দিন। তাদের মধ্যে মনোনয়ন পেয়েছেন, আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা, সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি।
ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল (নৌকা), এড. মোঃ জাহাঙ্গীর আলম রিটু স্বতন্ত্র (বাংলাদেশ কংগ্রেস), মিজানুর রহমান (স্বতন্ত্র) ও মোঃ গজনবী (জাতীয় পার্টি), মেঃ আসাদুজ্জামান (বাংলাদেশ সম্মিলিত জাতীয়জোট কংগ্রেস পার্টি), শাহেন শাহ মোঃ শামসুদ্দিন মিয়া (বাংলাদেশ তরীকত ফেডারেশন)। এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ৩ জন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ড. আশিকুর রহমান শান্ত, ডা. আফতাব হোসেন রাজ ও বর্তমান এমপি আলী আজম মুকুল। এর মধ্যে মনোনয়ন পেয়েছেন, বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুল।
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে মনোনয়ন দাখিল করেছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন (নৌকা), মোঃ কামাল (জাতীয় পার্টি), ফারজানা চৌধুরী স্বতন্ত্র, মোঃ জসীমউদ্দিন (স্বতন্ত্র), মোঃ আলমগির (স্বতন্ত্র)। এ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন চেয়েছেন, বর্তমান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, সাবেক এমপি জসীমউদ্দিন। এর মধ্যে মনোনয়ন পেয়েছেন, বর্তমান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে মনোনয়ন দাখিল করেছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব (নৌকা), মোঃ আলাউদ্দিন (ন্যাশনাল পিপলস পার্টি), মোঃ হানিফ (তৃনমূল বিএনপি), মিজানুর রহমান (জাতীয় পার্টি ও আবুল ফয়েজ (স্বতন্ত্র)। এ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন চেয়েছেন, বর্তমান সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও সাবেক সচিব মেসবাহ উদ্দিন। এর মধ্যে মনোনয়ন পেয়েছেন, বর্তমান এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
জেলায় মোট মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ২৮ জন। এরা হলেন, ভোলা-১ মোঃ মিজানুর রহমান, আশিকুর রহমান শান্ত, তোফায়েল আহমেদ, মোঃ শাজাহান মিয়া ও সিদ্দিকুর রহমান।
ভোলা-২ আশিকুর রহমান শান্ত, মোঃ মোস্তাফিজুর রহমান, মাকসুদ আলম, এড. মোঃ জাহাঙ্গীর আলম রিটু ও মোঃ মিজানুর রহমান, আলী আজম, মোঃ গজনবী, মোঃ আসাদুজ্জামান, শাহেন শাহ মোঃ শামসুদ্দিন মিয়া ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন। ভোলা-৩ মোঃ রাকিব, নুরুন্নবী চৌধুরী, ফারজানা চৌধুরী, মোঃ আশ্রাফ উদ্দিন, মোঃ জসীমউদ্দিন, মোঃ কামাল উদ্দিন ও মোঃ আলমগীর। ভোলা-৪ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মোঃ আলাউদ্দিন, মোঃ হানিফ, মিজানুর রহমান ও আবুল ফয়েজ।