অনন্ত হাসান মাসুদ , ভোলা প্রকাশ।।
বিগত ২৮ তারিখ রবিবার রিক্সা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় এই প্রজন্ত ২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ । এ ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরে আসামি ধরতে মরিয়া হয়ে পরে পুলিশ। এর পর ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন ফকিরের নেতৃত্বে ভোলার বেশ কয়েকটি পয়েন্টে জোরদার অভিযান চালালে গ্রেপ্তার হয় মুল আসামি আমিনুল।
আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২ টার দিকে ভোলা সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন ফকির। পুলিশ বলছে পূর্ব পরিকল্পিত ভাবে রিক্সা চালকে নির্জন এলাকায় নিয়ে কুপিয়ে জখম করলে মৃত্যু হয় রিক্সা চালক সফিকুলের।
তবে সচ্ছ তদন্তের মাধ্যমে সঠিক বিচারকার্য সম্পাদনের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতে সবরকম পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।
উল্লেখ্য আছে যে, বর্তমান ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন ফকির যোগদান করার পরে যেসকল হত্যা কান্ড ঘটেছে,তার প্রায় সবগুলোই মাত্র ৭২ ঘন্টার মাথায় রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছেন। তবে এ ছারাও ভোলা সদর মডেল থানাকে নতুন রুপ দিয়েছেন । সেই সাথে ভোলা সদর মডেল থানাকে শতভাগ দালাল মুক্ত করেছেন পুলিশের এই চৌকস কর্মকর্তা।