শিরোনাম
সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা  আলহাজ্ব হাফিজ ইব্রাহিম গোল্ডকাপ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মাফরুজা সুলতানা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ পালিত বোরহানউদ্দিনে অসহায়-দুস্থদের ঘরে কম্বল পৌছে দিলেন বিএনপির আহবায়ক মাফরোজা সুলতানা আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে আগামীর ভোলা হবে উন্নয়নের নগরী- বিজেপি দেশের কৃষকদের ন্যায্য অধিকার আদায় ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষক দলের সৃষ্টি:মাফরুজা সুলতানা  বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন রাইসুল সভাপতি ও কায়েদ সম্পাদক  তজুমদ্দিনে যথাযােগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

ভোলা’র ৪ টি সহ সারাদেশে ১৫০টি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

NEWS ROOM / ৫৭ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি।

‘সার্ধশত সেতুর উদ্বোধন সম্ভাবনার উন্মোচন’ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সারাদেশে ১৫০ টি সেতু ও ১৪ টি ওভারপাস এর শুভ উদ্বোধন করেন ঢাকা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে একযোগে সারাদেশে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী ।

বৃহস্পতিবার(১৯ অক্টোবর) সকাল ১১ টায় ঢাকা তেজগাঁও সড়ক ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে একটি উন্নয়নের রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি আমরা। যারা এদেশের উন্নয়ন চায় না তারা ৭৫ এর ১৫ আগস্টের কালো রাতে জাতির জনক বঙ্গবন্ধুকে সহ পরিবারের হত্যা করে সেই স্বপ্ন সাময়ীক বন্ধ করতে পারলেও তারা তা স্থায়ীভাবে বন্ধ করতে পারেননি। যে স্বপ্ন আজ আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছি। শেখ হাসিনা আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ কে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আজ সারাদেশের মানুষ শান্তিতে জীবন যাপন করছে। কোথাও কোনো সমস্যা নেই। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ভোলা জেলায় ৪ টি সেতু সহ দেশের ৮ বিভাগের ৩৯ টি জেলায় মোট ১৫০ টি সেতু উদ্বোধন করেন। একই সাথে তিনি রংপুর ও রাজশাহী বিভাগে ১৪ টি ওভারপাসও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী কতৃক উদ্বোধনকৃত ভোলা জেলার সেতুগুলো হলো দৌলতখান উপজেলার বক্সেআলী খালের ওপর ৮৯৩.০৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ৩১.৮২৮ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্থ বক্সেআলী সেতু, বোরহানউদ্দিন উপজেলার কুতবা খালের ওপর ৯৩০.১৯ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ৩৪.৮৮ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্থ বোরহানউদ্দিন বাইপাস সেতু, লালমোহন উপজেলার কচ্ছপিয়া খালের ওপর ৬০৮.৮৬৬ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত নাজিরপুর সেতু ও চরফ্যাশন উপজেলার লেতরা খালের ওপর ৯৩১.৮৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ৩১.৮২৮ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্থ শশীভূষণ সেতু।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে যুক্ত ছিলেন, ভোলা জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৈশলী মোঃ নাজমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ আলমগীর হোসেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর গফুর, এনডিসি মোঃ আবু সাঈদ, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী অঞ্জন রায় সহ সকল প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি