শিরোনাম
সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা  আলহাজ্ব হাফিজ ইব্রাহিম গোল্ডকাপ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মাফরুজা সুলতানা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ পালিত বোরহানউদ্দিনে অসহায়-দুস্থদের ঘরে কম্বল পৌছে দিলেন বিএনপির আহবায়ক মাফরোজা সুলতানা আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে আগামীর ভোলা হবে উন্নয়নের নগরী- বিজেপি দেশের কৃষকদের ন্যায্য অধিকার আদায় ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষক দলের সৃষ্টি:মাফরুজা সুলতানা  বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন রাইসুল সভাপতি ও কায়েদ সম্পাদক  তজুমদ্দিনে যথাযােগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

দুই কিডনি নষ্ট ইমাম আবু জাহেরের বেঁচে থাকার আকুতি

NEWS ROOM / ৮৮ বার ভিউ
আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাসন,ভোলা।।

দেখতে দেখতে কেটে গেছে তার জীবনের ৩৪টি বছর। ঘুণাক্ষরেও টের পায়নি কখন যে, মরণ অসুখ বাসা বেঁধেছে তার কিডনিতে। যখন জানতে পারলো তখন তার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে।
চরফ্যাসনের আবু জাহের হুজুর আজ জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে। তার দুচোখে মুঠো মুঠো স্বপ্নের বদলে শুধুই মৃত্যুর বিভীষিকা।
চোখ বুঝে অবসন্ন শরীর নিয়ে জীবনকে মহাকালের কাছে সোপর্দ করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন আবু জাহের।তার মধ্যে এখন বেঁচে থাকার তীব্র আকুতি।
স্বজনদের সামর্থ্য নেই এত অর্থ ব্যয় করে তাকে বাঁচিয়ে রাখা। তারপরও তার পরিবারের চেষ্টার কমতি নেই।
আবু জাহেরকে উন্নত চিকিৎসার জন্য ভারত নিয়ে যেতে চান স্বজনরা তবে তারা পারছেন না আর্থিক সামর্থ্যের অভাবে। নিরূপায় হয়ে আবু জাহের হুজুরকে বাঁচাতে সমাজের সবার সহযোগিতা চেয়েছেন তার মা ছালেহা খাতুন। আবু জাহের হুজুর চরফ্যাসন উপজেলার জাহানপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের ওমরাবাজ গ্রামের নূর মোহাম্মদ জমাদারের ছেলে এবং একই গ্রামের আব্দুল মান্নান হাওলাদার জামে মসজিদের ইমাম। আবু জাহের হুজুর ওইগ্রামে তিন সন্তান ও মানসিক ভারসাম্যহীন স্ত্রী কে নিয়ে একটি ঝুপড়ি ঘরে বসবাস করেন।
আবু জাহের হুজুর মানবকণ্ঠকে বলেন, দীর্ঘ ১০ বছর যাবৎ মসজিদের ইমামতি করে আসছি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে চরফ্যাসনে একটি প্রাইভেট ক্লিনিক হাসপাতালে গেলে বিশেষজ্ঞ ড. নাহিদ হাসান পরীক্ষা-নিরীক্ষা করে বলেন- আমার দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শ্যামলী বঙ্গবন্ধু কিডনি হাসপাতালে চিকিৎসা নেই। সেই থেকে ডায়ালাসিস করে বেঁচে আছি। এখন টাকা জোগাড় করতে পারলে ডায়ালাসিস করা হয়। না পারলে আর করা হয় না। দিন দিন আমার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
তিনি আরো বলেন আমার সহায় সম্বল বলে তেমন কিছু নেই। আমি একটি মসজিদে ইমামতি করে মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং তিন ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছি। দুই কিডনি নষ্ট হয়ে এখন মৃত্যুশয্যায়। এই মুহূর্তে আমার চিকিৎসা এবং মানসিক ভারসাম্যহীন স্ত্রীর চিকিৎসা করানো সম্ভব নয়। ঠিক মতো খাবার কিনতে পারি না সেখানে চিকিৎসার টাকা জোগাড় করবো কীভাবে বলে কেঁদে ফেলেন তিনি। ইমাম আবুজাহের ও তার স্ত্রীকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তি ও প্রবাসীদের সাহায্য কামনা করে সকলের দোয়া চেয়েছেন তিনি।

মসজিদের ইমাম আবু জাহের, সাহায্য পাঠানোর ঠিকানা : ইমাম আবু জাহের বিকাশ-০১৭৪৭-৭৯১ ৬৬৫

শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাসন দক্ষিণ (ভোলা) প্রতিনিধি/০১৬১৩২৮৩৫৯২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি