স্টাফ রিপোর্টার।
ভোলা প্রেসক্লাব সভাপতি ও স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক এম. হাবিবুর রহমান বেশ কিছুদিন যাবত অসুস্থ হয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি রয়েছেন।তাঁর রোগমুক্তি কামনায় সোমবার বিকেল ভোলা প্রেসক্লাবের আয়োজনে তাদের নিজস্ব কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আবু তাহের,ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন,দৈনিক ভোলা দর্পণ পত্রিকার সম্পাদক মোতসিম বিল্লাহ,
নির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জুন্নু রায়হান,সময় টেলিভিশন ও সমকাল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার নাসির লিটন,৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম.ছিদিক উল্লাহ,গাজী টিভির জেলা প্রতিনিধি এম.হেলাল উদ্দিন,চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু,
যমুনা টেলিভিশনের প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ সহ আরো অনেক ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ তাজিম।
তিনি দীর্ঘ ১ মাসের অধিক সময় ধরে ঠান্ডা জনিত সমস্যায় ভুগতে ছিলেন।
গত ৩০শে মার্চ দিবাগত রাতে তাঁর শ্বাস জনিত সমস্যা প্রবল আকার ধারন করলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করান।এক পর্যায়ে পরিবারের সদস্যরা তাঁর শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা করে ঢাকা নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। বিকেল ৪টায় এয়ার এম্বুলেন্স যোগে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়।