স্টাফ রিপোর্টারঃ
ভোলার চরফ্যাশনের জনতা বাজারে অগ্নিকাণ্ডে ২৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত আড়াইটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিক ভাবে দাবি করেছেন দোকান মালিকরা।
ব্যবসায়ীরা জানান, রাতে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। হঠাৎ বাজারের নিরাপত্তা কর্মী আগুন দেখে ব্যবসায়ীদের খবর দেন। এতে চালের গুদাম, স্থানীয় আওয়ামীলীগের পার্টি অফিস, ফার্মেসি, মুদি দোকান, ইলেকট্রনিক্স দোকান, মাছের খাদ্যর দোকান, কসমেটিক্স দোকান ও ফাষ্ট ফুটের দোকানসহ মোট ২৫টি দোকান আগুনে পুড়ে যায়। এতে অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে চরফ্যাসন, লালমোহন ও বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।