শিরোনাম
সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা  আলহাজ্ব হাফিজ ইব্রাহিম গোল্ডকাপ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মাফরুজা সুলতানা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ পালিত বোরহানউদ্দিনে অসহায়-দুস্থদের ঘরে কম্বল পৌছে দিলেন বিএনপির আহবায়ক মাফরোজা সুলতানা আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে আগামীর ভোলা হবে উন্নয়নের নগরী- বিজেপি দেশের কৃষকদের ন্যায্য অধিকার আদায় ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষক দলের সৃষ্টি:মাফরুজা সুলতানা  বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন রাইসুল সভাপতি ও কায়েদ সম্পাদক  তজুমদ্দিনে যথাযােগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

ভোলায় ২৬ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি পালন ।

NEWS ROOM / ৫৩ বার ভিউ
আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

অনন্ত হাসান মাসুদঃ

২৬ মার্চ, ২০২৩, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, ভোলা দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। দিনের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত শহিদ স্মৃতি স্তম্ভে ও যুগীরঘোলস্থ বধ্যভুমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী।

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশ ও কুচকাওয়াজে জেলা প্রশাসক মহোদয় যোগ দেন এবং মার্চ পাস্ট উপভোগ করেন।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক তাঁর স্বাগত বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন।

রবিবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া ৯ম-১০ম শ্রেণির ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী কয়েকজন শিক্ষার্থীদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার “ট্যাব” তুলে দেন।

দিনব্যাপী আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, উপপরিচালক, স্থানীয় সরকার বিবেক সরকার, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি