স্বাধীনতা আমার
— মোঃ মহিউদ্দিন
——————-
স্বাধীনতা আমার
লাখো শহীদের রক্তে ছবি অাঁকা,
স্বাধীনতা আমার
ছোট শিশুর তুলির আঁচড়ে
লাল সবুজে অাঁকা।
স্বাধীনতা আমার
প্রবাহিত নদী চলছে অাঁকাবাঁকা।
স্বাধীনতা আমার
বাবা হারা সন্তানের আত্মচিৎকার,
স্বাধীনতা আমার
স্বামী হারা বিধবা’র
হৃদয় হয়েছে পাষাণ পাথর ।
স্বাধীনতা আমার মেধাবী সেনাদের
আত্মত্যাগের বিনিময়ে পাওয়া,
স্বাধীনতা আমার তরুণ সেনারা
অকালে ঝরে যাওয়া।
স্বাধীনতা আমার বুদ্ধিজীবীদের
চিরতরে হারিয়ে ফেলা,
স্বাধীনতা আমার দেখা
রাজাকারদের ছলা-কলা।
স্বাধীনতা আমার নীলাকাশে
কালো মেঘের ভেলা,
স্বাধীনতা আমার সত্য ধ্বংসের
অসত্যর লীলা খেলা।
স্বাধীনতা আমার চিল,শকুন,
হায়নাদের রুখে দেয়া,
এই দিনেই ফিরে পেয়েছি
স্বাধীনতা ছিনিয়ে নেয়া।
স্বাধীনতা আমার
ছেলেহারা মায়ের অশ্রু জলে ভাসা,
এই স্বাধীনতায় ফিরে পেয়েছি
মায়ের মুখের ভাষা।
স্বাধীনতা আমার নীলাকাশে
জোসনা চাঁদের হাসি,
স্বাধীনতা আমার লাখো শহীদের
রক্তের বিনিময়েপাওয়া
তাইতো আমরা শহীদের
এত ভালোবাসি।