দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
—- মোঃ মহিউদ্দিন
আমরা এক আজব জাতি
নিত্য পণ্য নিয়ে ব্যবসায়ীরা
নিত্য করছে মাতামাতি।
তেল নিয়ে তেলেসমাতি
দর দাম বেড়েই
চলছে রাতারাতি।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
বুঝা বড় দায়
ব্যবসায়ীদের মতিগতি।
ইঁদুর বেড়ে হচ্ছে হাতি !
গরুর মাংসে মারছে লাথি!
স্বল্প আয়ের হবে কি গতি ?
সিন্ডিকেটে করছে ক্ষতি
কষ্টে আছেন
দিনমজুর, জেলে, তাঁতি
লোডশেডিংয়ে
আলোহীন বাতি।
কমানো কি যায়না
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ?
জানতে চায় বাঙালি জাতি।