চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রোকছানা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব ফখরুল ইসলাম, চেয়ারম্যান আহাম্মদপুর ইউনিয়ন ও সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ আহাম্মদপুর ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অভিবাবকবৃন্দ, আমন্ত্রিত অথিতিবৃন্দসহ অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়েন প্রতিটি ক্ষেত্রে নারীরা অগ্রনি ভূমিকা পালন করছে সেই অগ্রনি ভূমিকা অব্যাহত রাখতে তোমাদেরকেও এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে সকল শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। সব শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।