৭১ নং ঘুইংগার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ
মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা এ শ্লোগানকে সামনে রেখে, ৭১ নং ঘুইংগার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া হকের সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ তরিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এজাজুল হক।
আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন গোপাল হাওলাদার, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, ভোলা প্রকাশের সম্পাদক শ্রী বিজয় বাইন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।