মৃত পরিচ্ছন্নতা কর্মীর মেয়ের বিয়েতে পুলিশ সুপারের আর্থিক সহায়তা প্রদান ।
অনন্ত হাসান মাসুদঃ
ভোলায় মৃত পরিচ্ছন্নতা কর্মীর মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ।
বুধবার (১৮ জানুয়ারি) শশীভূষণ থানার আউট সোর্সিং পরিচ্ছন্নতা কর্মী মৃত মোঃ আলম এর একমাত্র বড় মেয়ের বিবাহ উপলক্ষে তার পরিবারকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন পুলিশ সুপার ।
পুলিশ সুপারের মহানুভবতা ও মানবিকতায় আর্থিক সহায়তা পেয়ে মৃত পরিচ্ছন্নতা কর্মীর পরিবার জেলা পুলিশ ও পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ,শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান পাটোয়ারী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা বৃন্দ সহ পুলিশ সদস্য বৃন্দ ।
এ সময় সমাজের সকল বিত্তবান শ্রেণির মানুষদের এসব অসহায় পরিবারের পাশে থাকার আহবান জানান পুলিশ সুপার।