মো.সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করা হয়েছে।
৪ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় পক্ষিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে
পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলাম।
এ সময় উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পক্ষিয়া ইউনিয়ন পরিষদের জনগণের বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার সভাপতির বক্তব্য বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
দেশের প্রতিটি মানুষকে নিয়ে তিনি ভাবেন তার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ আজ রোল মডেল।
এ সময় তিনি বলেন,বিএনপি-জামাত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে তারা প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের বুকে ফুটিয়ে তুলেছেন।
এ সময় তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল কোন মানুষ অনাহারে থাকবে না,কোন মানুষ বস্ত্রহীন থাকবে না।
তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীত বস্ত্র সারা বাংলাদেশের প্রতিটি জেলায়,প্রতিটি উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
আমার পক্ষিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে যাচাই-বাছাই করে হতদরিদ্র ৩০০ টি পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় তিনি বলেন,ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ সংগঠন আজ সুসংগঠিত।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পক্ষিয়া ইউনিয়ন সহ বোরহানউদ্দিন ও
দৌলতখানের প্রতিটি মানুষ আমার নেতা আমার অভিভাবক আলী আজম মুকুল এমপি কে নির্বাচিত করে আবারো তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করবেন ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নং পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ উদ্দিন খান,সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।