জনসমাবেশে কুদ্দুছ আলী
মোঃ মহিউদ্দিন
————–
এক বিশাল
জনসমাবেশের আয়োজন !
সমাবেশে বক্তব্য রাখবেন নেতা।
আশপাশ এলাকায় প্রবেশ
করেছেন অসংখ্য নেতা।
এলাকার কুদ্দুছ আলী
গ্রামের যে কোনো
সমালোচনায় ওস্তাদ।
তিনি বলেন এরা নাকি
“পাতি নেতা”।
জনসমাবেশে যেতে
পাড়ায়-মহল্লায় জনপ্রতি
চল্লিশটি করে টাকা দেন,
কুদ্দুস আলী বলেন
” পাতি নেতারা নাকি মাথা প্রতি
দশ টাকা করে রেখে দেন।
সমাবেশ পরদিন বিকাল চারটায়।
নির্দিষ্ট সময় শহরের
স্কুল মাঠে সমাবেশ হয়,
সমাবেশে লোকে লোকারণ্য।
“মাঠে তিল ঠাঁই আর নাহিরে’।
নির্দিষ্ট সময় নেতা মঞ্চে উঠেন।
নেতার বক্তব্যর মোদ্দা কথা হলো
তিনি নাকি উন্নয়নের জোয়ারে
দেশকে ভাসিয়ে দিবেন।
শুনে কুদ্দুছ আলী
মনেমনে মিটিমিটি হাসেন
আর আওড়াতে থাকেন
“নেতা সেই জোয়ারে
আমরা যেন ভেসে না যাই”।
এলাকায় ফিরেন কুদ্দুছ আলী
তাদের দলের একজনকে
জিজ্ঞাসা করেন।
“সমাবেশে কি শুনলেন ভাই”?
উত্তর আসে” চল্লিশটি করে
টাকা দিছে তাই সমাবেশে গেছি ।
নেতা কি বললেন
এত লোকের ভিড়ে
কিছুই শুনি নাইক্কা”।