মানবতা
মোঃ মহিউদ্দিন
—————
মানবতা কোথায় তুমি ?
তোমার অস্তিত্ব নিযে
সংশয়ে ভুগি প্রতিনিয়ত !
অরাজকতার কালো অন্ধকারে
ছেয়ে যাচ্ছে চতুর্দিক!
আকাশে বাতাসে হাহাকারের ধ্বনি !
কান পেতে শোনো
শুনতে কি পাচ্ছো মানবতা ?
সন্ত্রাসীদের ছুরির আঘাতে
সন্তানের প্রাণ হারানো
মায়ের আহাজারি !
নিঃস্ব মায়ের ক্রন্দন
শুনতে কি পাও মানবতা ?
বাতাসে মাংস পোড়া গন্ধ ভাসে !
শ্রমিক ভাইয়েরা তবুও
থামায় না কাজ,
এক একটি ইট খুলে দেখো মানবতা
কত দুঃখ গাঁথা লেখা তাতে।
আছে শ্রমিকের রক্তের রঙিন দাগ
শীতের রাতে রাস্তার পাশে
ঠান্ডায় জমে যাওয়া মানুষের কষ্ট
কি বুঝতে পারো মানবতা ?
দিন দুপুরে রাস্তার মাঝে
পড়ে থাকা মুণ্ডহীন লাশেরও
জীবন ছিল!
তার মা হয়তো পথ চেয়ে
বসে আছে
সন্তান ফেরার আশায়।
মানবতা তুমি কি দেখো ?
মর্গে পড়ে থাকা কাটাছেঁড়া করা
ছোট্ট মেয়েটি মা- বাবার
হৃদয়ের টুকরো চোখের মনি ছিল!
হায়নাদের লালসার শিকার হয়ে
যার জীবন সাঙ্গ হয়েছে কুঁড়িতেই !
মানবতা জেগে উঠো!
একবার চোখ তুলে
দেখো নগ্ন পৃথিবীটাকে!
দূর করে দাও সব অন্ধকার
ফিরিয়ে দাও সব আলো !
আলোকিত করে দাও ভূবন !
মুছে দাও সব কালিমা সব গ্লানি !
নতুন করে আবার হাসি ফোটাও
মানবতার ফুল ফোটক পৃথিবীতে, মানবতা তুমি পারো
তুমি পারো সব বদলে দিতে৷