শিক্ষা ধ্বংস জাতি ধ্বংস
মোঃ মহিউদ্দিন
————
এমন সরকারি স্কুল
তুমি কখনো আগে দেখেছ নাকি?
কাগজে-কলমে স্কুল চললেও
ভেতরটা তার সবই ফাঁকি।
ছাত্র ছাত্রী না থাকলেও
নিয়মিত ক্লাসে ঘন্টা বাজে,
শিক্ষকরা সব লাইব্রেরীতে বসে
ব্যস্ত নিজের কাজে।
লাইট জ্বলছে ফ্যান চলছে
প্রতি রুমে রুমে
শিক্ষার্থী নেই ক্লাসে,
বিশাল আকারে বিদ্যুৎ অপচয়
হচ্ছে বারো মাসে।
বেতনটাও উচ্চমানের
পাচ্ছেন প্রতি মাসে,
এমনটি-ই চলছে নাকি
সারা বাংলাদেশে।
আট জন শিক্ষক থাকলেও
স্কুলে প্রায় চারজন কোনরকম আসেন,
বাসায় বসে স্কুলের খবর রাখছে
কখন ভিজিটর আসেন।
লাইব্রেরীতে বসে বসে
ফেসবুক দেখে মিটিমিটি হাসেন।
খোশ গল্পে ব্যস্ত থাকেন
পার করে দেন বেলা,
এভাবেই প্রতিদিন রুটিন মেনে চলা।
খুবই অল্প সংখ্যক স্কুলে
পড়ালেখা ভালো চলে,
সেই সব স্কুলে ছাত্রছাত্রী
আসে দলে দলে।
এমন ভাবে চলতে থাকলে
শিক্ষা ধ্বংস জাতি ধ্বংস হবে,
শিক্ষা জাতির মেরুদন্ড
যা রসাতলে যাবে।
সরকারের প্রতি আবেদন-নিবেদন,
হবেন সচেতন তা না হলে
হতে যাচ্ছে শিক্ষার সমূলে পতন।