নিষ্পাপ অভিসার
— মোঃ মহিউদ্দিন
—————————–
উত্তাল প্রেমের উন্মাদনায়
ঘুমহীন জেগে থাকা।
এক পলক দেখার প্রবল ইচ্ছে
মধ্যপ্রহর ভয়হীন চলা
ক্ষিপ্র গতি।।
কোন বাধা মানে না যে প্রেম,
দেখার অপেক্ষায় নেশাক্ত
নয়ন ভিজে উঠে
অজান্তে গড়িয়ে পড়ে অশ্রুজল।।
নিস্তব্ধ নিশীথে
তুমি নিষ্পাপ অভিসারিনী
নিষ্পাপ চোখের চাহনি
হাতটি বাড়িয়ে দিলে
হাতে হাত রেখে চমকে উঠি।
রক্তের অনুচক্রিকা গুলো
জেগে উঠে
দেহে বিদ্যুৎ বেগে শিহরণ জাগে।
যোজন কলার রন্ধে রন্ধে
সেই তৃপ্ততা আজও ভুলিনি
বেঁচে আছি নিষ্পাপ
ভালোবাসা নিয়ে।