এরা যে উঁইপোকামোঃ
মহিউদ্দিন
—————
চুপিসারে ডুবিয়ে মাথা,
কামড়ে খাচ্ছে টাকার পাতা।
ধীরে ধীরে কুরে-কুরে,
খাচ্ছে টাকা পেট ভরে।
নামে-বেনামে ব্যাংক লোন করে।
টাকার বস্তা তুলছে ঘরে।
জনগণকে বানিয়ে বোকা,
আমলাদের কে দিয়ে ধোঁকা
দেশটা যদি হয় বই
এরা যে উঁইপোকা।
টাকা খেয়ে হজম করে ,
দালানকোঠা প্রাসাদ গড়ে।
কালো টাকা সাদা করে।
কলমের খোঁচা মেরে
ছয় টাকারে নয় টাকা করে।
একেই বলে নয়ছয় করে।
জনগণ অভাব-অনটনে
হা-হুতাশ করে,
ওরা রাষ্ট্রের টাকা হাতিয়ে নিচ্ছে
ক্ষমতার জোরে।
কেউ প্রতিবাদ করলে
তাকে ফেলছে গ্যারাকলে।
হতদরিদ্ররা না খেয়ে মরে,
অথচ ওরা দেশ-বিদেশের
লকারে টাকা ভরে।
টাকা দিয়ে উইপোকার
ন্যায় পাহাড় গড়ে।
এদের দমন না করলে
দেশ যে করবে নিষ্প্রাণ,
বিশ্বের কাছে ডুবাবে সম্মান