দূষণমুক্ত পরিবেশ গড়ি
— ডাঃ মোঃ মহিউদ্দিন
——————————–
পরিচ্ছন্ন পরিবেশ,
সমাজ ও স্বাস্থ্যের জন্য বেশ।
নির্মল বায়ু বাড়ায় আয়ু।
বায়ু দূষণে হয় জীবননাশ,
অপরিকল্পিত যন্ত্র জানে
পরিবেশের হয় সর্বনাশ।
করোনা পরিবেশ দূষণ,
নিরোগ ভাবে বেঁচে থাকার জন্য
দূষণমুক্ত পরিবেশ অতি প্রয়োজন।
অপরিচ্ছন্ন বদ্ধ পানি রোগের খনি,
এ পানি পানে হয় রোগ মহামারী
জীবাণুর আক্রমণে ঘটে প্রাণহানি।
শব্দ দূষণ ঘটায় বিরম্মন।
উচ্চ শব্দের কারণে
বিঘ্নতা ঘটে স্কুল কলেজ হাসপাতালে,
কাজকর্মে বাধাগ্রস্ত হয় অফিস-আদালতে।
খাবার সামগ্রী বিষাক্ত হয়
রাসায়নিক কেমিক্যালে,
অসাধু ব্যবসায়ীরা
ফরমালিন ব্যবহার করে
শাক সবজি ফলে।
আসুন দৃঢ় শপথ করি,
দূষণমুক্ত পরিবেশ গড়ি।