পঁচিশে মার্চ রাতে
ডা. মোঃ মহিউদ্দিন
————————-
গর্জে উঠে মেশিনগান
পাকিস্তানিদের হাতে,
ঘুমিয়ে থাকা মানুষ মারে
২৫ তারিখ রাতে।
চাঁদের আলো ম্লান হলো
দিনে সূর্য কাঁদে,
ইয়াহিয়া,ভট্টুরা সব
ফেলছে বাঙ্গালীদের ফাঁদে।
স্বজন হারিয়ে কাঁদে মানুষ
বোবা মুখের ভাষায়,
বাঙালির রক্ত টগবগিয়ে উঠে
স্বাধীনতার আশায়।
জীবনের চেয়ে দেশের সম্মান
রাখেন সবার ঊর্ধ্বে,
বীর বাঙালি অস্ত্র হাতে
ঝাপিয়ে পড়ে যুদ্ধে।
মুক্তিযুদ্ধে নেমে পড়েন
জনগণের দল,
স্রোতের মত চলতে থাকে
আন্দোলনের ঢল।