মো.সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহন পাঠ্যপুস্তক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ১লা জানুয়ারী বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে।
লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে, আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন,শেখ হাসিনা সরকার সবসময় সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেন,শিক্ষা ক্ষেত্রেও তার উন্নয়ন সবচেয়ে বেশি।
শেখ হাসিনা সরকারের আমলে দেশের শিক্ষা খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে।
বাংলাদেশ কে আজ ডিজিটাল করেছেন,শেখ হাসিনা সরকার।
এমপি শাওন বলেন,শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার,শিক্ষার উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প কেউ নেই।
বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থী যাতে বিশ্বের যে কোন, দেশে গিয়ে লড়তে পারেন, তাই সকল ধরনের যুগোপযোগী শিক্ষা ধানের ব্যাবস্থা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ উপজেলা বিভিন্ন অফিসার গন। সমাপনি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথি বৃন্দ।