নীল রতন।। ভোলা প্রকাশ।।
বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে , কে সংখ্যালঘু, কে সংখ্যাগুরু তা তিনি বিচার করেন না , জাতীর পিতা শেখ মুজিবর রহমান যেভাবে সকল ধর্মের মানুষদের নিয়ে দেশ পরিচালনা করতেন ওই দেখানো পথেই দেশকে পরিচালনা করছেন বর্তমান প্রধান মন্ত্রী, বিএনপি, জামায়েত ইসলাম সহ একটি বিশেষ গোষ্ঠী বার বার এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেশের বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সকল ষড়যন্ত্রকে কঠিন হস্তে দমন করেছেন এ সরকার । প্রধান মন্ত্রীর নির্দেশে প্রশাসনের পাশাপাশি আগামী ৫ দিন আমি সহ আ`লীগ ও এর অংগ সংগঠনের নেতা-কর্মীরা চলমান দুর্গাপুজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে একটি বিশেষ গোষ্ঠীর সকল ষড়যন্ত্রকে রুখে দেবো । শনিবার বেলা ১২ টায় এমপি আলী আজমের নিজস্ব অনুদানে সারদীয় দুর্গোৎসব উপলক্ষে বোরহানউদ্দিন চাণক্য সেবা সংঘ কতৃক হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য , ভোলা ২ আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুল । এ সময় তিনি ৩শ দুস্থ হিন্দু পরিবারের মাঝে একটি করে ৩শটি শাড়ি বিতরণ করেন । চাণক্য সেবা সংঘের সভাপতি বাবু মলিন চন্দ্র দাসের সভাপতিত্বে বস্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র ও উপজেলা আ`লীগ সম্পাদক রফিকুল ইসলাম, আ`লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, ওসি মনির হোসেন মিয়া, তজুমদ্দিন উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু রুপন চন্দ্র দে, চাণক্য সেবা সংঘের প্রধান উপদেষ্টা বাবু রাখাল চন্দ্র মিস্ত্রী, ভাষ্কর চন্দ্র মজুমদার, সম্পাদক পঙ্কজ কুমার রায়, সাবেক কাউন্সিলর বিশ্বজিৎ দে হারু হাং , বাবু সঞ্জয় চন্দ্র দাস প্রমূখ । পরে এমপি বেলা ২ টায় উপজেলা আ`লীগ কার্যালয়ে অন্য একটি সভায় উপজেলার ২০ টি পুজা মন্ডপের প্রত্যেকটিতে সরকারী অনুদানের ৫শ কেজি চাল ও নিজ তহবিল হতে ৩০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা বিতরণ করেন ।
ভোলায় জনপ্রিয় সংবাদ মাধ্যম ভোলা প্রকাশকে শুভেচ্ছা ও ভিনন্দন ।