সঞ্জয় গুহ, বিশেষ প্রতিনিধি মেহেন্দিগঞ্জঃ
আজ মেহেন্দিগঞ্জে রাজার বেশে ফিরলেন বরিশাল-৪ আসনের বার বার নির্বাচিত সাংসদ পংকজ নাথ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথ সকল বাধা পেরিয়ে ঈগল প্রতীক নিয়ে তার নির্বাচনি এলাকায় রাজার বেশে ফিরেছেন। বুধবার বেলা ১২ টার দিকে মেহেন্দিগঞ্জের আব্দুল্লাহপুর জামে মসজিদ ঘাটে স্পীড বোট থেকে নেমে পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং সবার সাথে কুশল বিনিময় করে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা পার্কে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পংকজ নাথ।
স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো। বরিশাল-৪ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট চায় সাংসদ পংকজ নাথ। এসময় পংকজ নাথ বিএনপি-জামাতের উন্নয়ন চায়না, শান্তি চায়না বলেই নির্বাচনে যায়না। বিএনপি-জামাতের একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবো। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র সরকার, আবুয়াল তছলিম খান, বশির উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, সামছুল বারী মনির, কাদের ফরাজি, হারুন মোল্লা, মনির হাওলাদার, আবু রাশেদ মনি, শাহ আলম মীর, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেকান্দার আবু জাফর, কাউন্সিলর সোহেল মোল্লা, নাদিম মাহমুদ তালুকদার, সাইফুল ইসলাম, মনির জমদ্দার, আলী আব্দুল্লাহ দোলন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।