শিরোনাম
সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা  আলহাজ্ব হাফিজ ইব্রাহিম গোল্ডকাপ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মাফরুজা সুলতানা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ পালিত বোরহানউদ্দিনে অসহায়-দুস্থদের ঘরে কম্বল পৌছে দিলেন বিএনপির আহবায়ক মাফরোজা সুলতানা আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে আগামীর ভোলা হবে উন্নয়নের নগরী- বিজেপি দেশের কৃষকদের ন্যায্য অধিকার আদায় ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষক দলের সৃষ্টি:মাফরুজা সুলতানা  বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন রাইসুল সভাপতি ও কায়েদ সম্পাদক  তজুমদ্দিনে যথাযােগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

শতভাগ পাশ সত্বেও জরাজীর্ণ টিনের বিদ্যালয়ে পাঠদান।

NEWS ROOM / ১১৭ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের অজপাড়া গাঁয়ে গড়ে ওঠা বিদ্যাপীঠ রানীগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় । ২০০১ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে নানা সংকটের মধ্যে চলছে শিক্ষা কার্যক্রম। এটি এম. পি. ও. ভুক্ত বিদ্যালয় হওয়ার পরেও এখানে নেই কোনো ভালো পাঠদানের ব্যবস্থা। একটি জরাজীর্ণ টিনের বিদ্যালয়ে এখানে পাঠদান করা হয়। এখানে নেই পর্যাপ্ত বসার বেঞ্চ। এখানে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে শ্রেণিকক্ষ নেই। এই বিদ্যালয়ের সূচনা লগ্ন থেকেই শতভাগ পাশ থাকা সত্ত্বেও নেই শিক্ষাদানের ব্যবস্থা। পানীয় ব্যবস্থার জন্য নেই কোনো নলকূপ। বিদ্যালয়ে ওয়াশ ব্লকটিও নেই। শিক্ষার্থীর নিরাপত্তার জন্য বিদ্যালয়ের চারপাশে একটি বাউন্ডারি খুবই ‍‌‌প্রয়োজন। বিদ্যালয়টি পাড়া গাঁয়ে গড়ে ওঠার কারণে এখানকার বখাটে ছেলেরা প্রায়ই শিক্ষার্থীদের নানা ভাবে উত্ত্যক্ত করে থাকে। এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নেই কোনো বিজ্ঞানাগার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রেও এখানকার শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে। কারণ এখানে নেই কোনো কম্পিউটার। বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নেই কোনো অফিস কক্ষ। এই সকল নানা মুখি সমস্যার কারণে এখানকার শিক্ষার্থীরা সঠিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

সরজমিনে রাণীগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় যে, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের মধ্যে এটি সবচেয়ে অবহেলিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়ের কক্ষগুলো ভাঙাচোরা হওয়ায় এখানে পাঠদান করা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।

এই বিদ্যালয় এর অষ্টম শ্রেণির ছাত্রী মাহবুবা বেগমের মা রাশেদা বেগম বলেন, শিক্ষা ব্যবস্থা ভালো থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের কারণে আমাদের সন্তানদের অন্য প্রতিষ্ঠানে ভর্তি করতে হচ্ছে।

রানীগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম বলেন, ভবন সংকটের কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান ব্যাহত হচ্ছে এবং ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

বোরহানউদ্দিন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস জানান, বিদ্যালয়টি জীর্ণশীর্ণ হওয়ায় এখানে সঠিকভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষাদান ব্যবস্থায় ব্যাঘাত ঘটছে। তিনি আরো জানান, এই বিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী অধ্যায়নরত আছে। যারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে এই বিদ্যালয়টির অবকাঠামনির্মাণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি