সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ
জেলার দ্বীপ মনপুরা উপজেলায় ভূমি সেবা নিয়ে জটিলতা দীর্ঘদিনের। যেখানে নেই দীর্ঘ কয়েক যুগ যাবৎ নেই সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড এবং নেই কাননগু।অবহেলিত এই জনপদে ভূমি সেবা দেওয়ার জন্য এ গুরুত্বপূর্ণ পদ জনবল না থাকায় মনপুরার ভূমি অফিস ও ভূমি সেবা দখল করে নিয়েছে মনপুরার দখলদার ভূমিদস্যুরা। ভূমি অফিসে সেবা নিতে আসা জনসাধারণ নানা হয়রানীর অভিযোগ রয়েছে মনপুরা উপজেলা ভূমি অফিসের বিরুদ্ধে। মনপুরা উপজেলায় যুগের পর যুগ কাননগু ও এসি-ল্যান্ড না থাকায় ভূমি সেবা নিতে নানা হয়রানির শিকার হয়ে আসতে হয় উপজেলা থেকে ৭২ কিলোমিটার দূরে ভোলা জেলা প্রশাসন কার্যালয়।। আজ ২২মে মনপুরা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপিত হয়েছে, অবহেলিত এই জনপদে ইস্মার্ট ভূমি সেবা দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করেছে মনপুরা উপজেলা ভূমি অফিস। ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ উপস্থিত ছিলেন মনপুরার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসাইন, ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, প্রধান সহকারী মাকসুদুর রহমান, উপজেলা উপসহকারী ভূমি কর্মকর্তা মাহমুদুল হাসান রুবেল, নাজির আতিকুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় সেলিনা আক্তার চৌধুরী সর্বসাধারণের উদ্দেশ্যে বক্তব্য প্রদানে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা ডিজিটাল সেবার মাধ্যমে ভূমি সেবা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, মনপুরায় আর কোন ভূমিদস্যুদের স্থান হবে না,ভূমিদস্যুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সবসময় সোচ্চার, ভূমি অফিস ও ভূমিদস্যু কর্তৃক কোন ধরনের হয়রানি হলে আমাকে জানাবেন, আপোষহীনভাবে আমি ভূমিদস্যু বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এ সময় আরো বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসাইন, তিনি উপস্থিত সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন ভূমি সেবা নিতে সরকার এখন ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, ভূমি অফিস কর্তৃক ও ভূমিদস্যু কর্তৃক কোন প্রকার হয়রানির শিকার হলে সাথে সাথে ১৬১২২ নাম্বারে কল করে জানাবেন।